Home বিনোদন এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

SHARE

এফডিসির ভেতর থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। ব্যাগের ভেতর আইফোন, স্যামসাং ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।

বিষয়টি জানিয়ে শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।

সেখানে তিনি লিখেন— ‘চুরি হয়ে গেলো ব্যাগ এফডিসি এর ভেতর থেকে, সব ছিল ওখানে। যদি ইন্ডাস্ট্রির কেউ জানেন কারা এ কাজগুলো করে প্লিজ সাহায্য করেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) এফডিসির ৭ নম্বর ফ্লোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। সেখানেই এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অরুণা বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শুরুর পূর্বে টেলিভিশন চ্যানেলগুলো আমার একটা বক্তব্য নিতে চাওয়ায় আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ব্যাগটা পাশেই রেখেছিলাম। কথা বলা শেষ করে দেখি ব্যাগ নেই।’

ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল জানিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘ওই ব্যাগে একটি আইফোন ১১, স্যামসাং এ ৫২, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, বাসার বিভিন্ন চাবি ও অনেকগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল।’