জাতীয় দলের ফুটবলারদের হোটেল থেকে অনুশীলন মাঠে যাতায়াতের জন্য আর বাস ভাড়ার অর্থ গুনতে হবে না বংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বুধবারই বাফুফে পেয়ে যাচ্ছে একটি উন্নতমানের বাস।
না, এ বাসের জন্য কোন অর্থ ব্যয় করতে হচ্ছে না বাংলাদেশের ফুটবল কর্তৃপক্ষকে। বাসটি বাফুফেকে উপহার দিচ্ছে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)।
বাফুফে উয়েফার সদস্য নয়- এএফসির সদস্য। তাহলে প্রশ্ন উঠতে পারে উয়েফার সহযোগিতা কি করে পায় বাফুফে? বাংলাদেশ এই বাসটি পাচ্ছে উয়েফার অবকাঠামো সহায়তা কর্মসূচির অংশ হিসেবে। যা বাফুফে পাচ্ছে এএফসির মাধ্যমেই।
এ কর্মসূচির অংশ হিসেবে বাফুফে এর আগে ঘরোয়া খেলা সম্প্রচারের জন্য কিছু সরঞ্জামাদি উপহার পেয়েছিল। এবার পাচ্ছে বাস। বুধবার বিকেলে উয়েফার দেওয়া এই বাসটি বাফুফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।