Home খেলা ইউরোপ সেরা বেনজেমা, জিতলেন উয়েফা পুরস্কার

ইউরোপ সেরা বেনজেমা, জিতলেন উয়েফা পুরস্কার

SHARE

উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার করিম বেনজেমা। বাজপাখি খ্যাত গোলকিপার সতীর্থ থিবো কোর্তোয়া এবং ম্যানচেস্টার সিটির মাঝমাঠের মধ্যমণি কেভিন ডি ব্রুইনকে পেছনে ফেলে এ পুরস্কার জিতলেন তিনি।

মিরর অনলাইনের প্রতিবেদনে বলা হয়, রিয়ালের হয়ে গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন করিম বেনজেমা। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ কয়েকটি মর্যাদার শিরোপা জিতিয়েছেন তিনি। বিশেষ করে ইউরোপ সেরা ও স্পেন সেরা লিগ জয়ের নায়ক ছিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।

আগুনে পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেলেন বেনজেমা। ইউরোপ সেরার মুকুট পরলেন তিনি। ইতোমধ্যে আরেকটি সুখবর পেয়েছেন ৩৪ বছর বয়সী গোলমেশিন। চাউর হয়েছে, তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা।

২০২২ বর্ষসেরা কোচের পুরস্কার বগলদাবা করেছেন কার্লোস আনচেলত্তি। গতবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে রেকর্ড ১৪তম শিরোপা জেতান তিনি।

এবার নারী ক্যাটাগরিতে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার অ্যালেক্স পুতিয়াস। আর নারী বর্ষসেরা কোচ হয়েছেন সারিনা। ইংল্যান্ডকে ইউরো জেতান তিনি। এছাড়া আরিগো সাচি জিতেছেন উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড।