Home জাতীয় একদিনে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৯৬

একদিনে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৯৬

SHARE

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৩২১ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জন হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৮ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ।