Home বিনোদন বেবি বাম্প নিয়েই রণবীরের সঙ্গে ছবির প্রচারণায় আলিয়া

বেবি বাম্প নিয়েই রণবীরের সঙ্গে ছবির প্রচারণায় আলিয়া

SHARE

আর দুই সপ্তাহ পরে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। রণবীরের সঙ্গে আলিয়ার প্রথম সিনেমা এটি। বেবি বাম্প নিয়েই রণবীরের সঙ্গে সিনেমার প্রচারণায় দেখা গেলো আলিয়া ভাটকে। শুক্রবার (২৬ আগস্ট) তারা মুম্বাইয়ে সিনেমার প্রচারণায় অংশ নেন।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ‘ব্রহ্মাস্ত্রের’ প্রচারণায় মুম্বাইতে রয়েছেন রণবীর। সেখানে যোগ দিয়েছেন আলিয়াও। এসময় তাদের একসঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন আলিয়া। তাতে বোঝা যাচ্ছে আলিয়ার বেবি বাম্প। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে ভক্তদের প্রশংসায় ভাসছেন এ দম্পতি।

ছবিতে দেখা যায়, স্বামীর পাশে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলেন আলিয়া। ছবিতে তাকে গোলাপি রঙের পোশাকে দেখা যায়।

রণবীরও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলো’কে স্বাগত।

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।