বলিউডের ‘কিং খান’খ্যাত তারকা শাহরুখ। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত তিনি।
প্রায় চার বছর আগে মুক্তি পায় শাহরুখ অভিনীত ‘জিরো’। বক্স অফিসে ফ্লপ হয় এই সিনেমা। এছাড়া বর্তমানে বলিউডের একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। আমির খান ও অক্ষয় কুমারের মতো তারকা অভিনেতার সিনেমা থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শক। এই অবস্থায় সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে বেশ সতর্ক শাহরুখ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহরুখ খানকে ‘ডন থ্রি’ সিনেমার প্রস্তাব দেন নির্মাতা ফারহান আখতার। কিন্তু চিত্রনাট্য পছন্দ হলেও সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ‘ওম শান্তি ওম’ সিনেমাখ্যাত এই অভিনেতা। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘শাহরুখ খানকে ডন থ্রি সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন। এমন নয় যে তিনি চিত্রনাট্য পছন্দ করেননি। তিনি খুব ভালো করেই জানেন ডন একটি আইকনিক চরিত্র। চিত্রনাট্য নিয়েও তিনি আশাবাদী। কিন্তু বর্তমানে বক্স অফিসের অবস্থা খুবই শোচনীয়। তাই চুক্তির আগে বিষয়টি নিয়ে খুব ভালোভাবে চিন্তা-ভাবনা করছেন।’
তবে নির্মাতা ফারহান আখতার নাকি আশা করছেন, শাহরুখ খুব শিগগির সিনেমাটির জন্য তার সম্মতি দেবেন। সূত্রটি বলেন, ‘ফারহান আশা করছেন পরবর্তী সময়ে শাহরুখের সঙ্গে যখন তার দেখা হবে খুশি মনে এই অভিনেতা চুক্তি স্বাক্ষর করবেন। ভক্তরাও এতে উচ্ছ্বসিত হবেন। যেদিন ডন থ্রি সিনেমার ঘোষণা আসবে ভক্তরা কতটা আনন্দিত হবেন কল্পনা করতে পারবেন না।’
‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ডন : দ্য চেজ বিগিনস এগেইন’ মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ২০১১ সালে মুক্তি পায় ‘ডন-টু’ বা ‘ডন : দ্য কিং ইজ ব্যাক’। গত এক দশকে অনেকবারই সিনেমার তৃতীয় কিস্তি নির্মাণ নিয়ে গুঞ্জন শোনা গেছে। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। সিনেমাটির তৃতীয় কিস্তির নাম রাখা হয়েছে ‘ডন: দ্য ফাইনাল চ্যাপটার’। আগের সিনেমাগুলোর মতো এবারো প্রযোজনায় থাকছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। পরিচালকের আসনের পাশাপাশি এবার নাকি ক্যামেরার সামনেও থাকবেন ফারহান আখতার।