বলি পাড়ায় অন্যতম আলোচিত জুটি দিশা ও টাইগার শ্রফ। তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এমনটাই মনে করছেন ভক্তরা। মানে পাঁচ বছরের প্রেমের ইতি! যদিও এ বিষয়ে দুজনের কেউ পরিষ্কার করে কিছু বলেননি।
সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ ৭’ অনুষ্ঠানে গিয়েছিলেন টাইগার। সেখানে দিশার বিষয়টি উঠে আসে।
টাইগার শ্রফ বলেন, আমি সিঙ্গেল, কোনো সম্পর্ক নেই। একজনকে ভালো লাগতো। তবে তিনি দিশা নন। দিশা আর আমি খুব ভালো বন্ধু। আগে যেমন ছিলাম এখনো আমরা একই আছি।
এসময় অভিনেতাকে থামিয়ে করণ বলেন, একটি রেস্তোরাঁয় প্রতি রোববার আপনাদের একসঙ্গে দেখা যায়।
উত্তরে টাইগার শ্রফ বলেন, আমরা একই ধরনের খাবার খাই, তাই একসঙ্গে খেতে যাই। তবে হ্যাঁ, আমাদের সম্পর্ক নিয়ে অনেক বছর ধরেই নানা জল্পনা রয়েছে। আমরা শুধুই ভালো বন্ধু। তবে আমার যাকে ভালো লাগে তিনি হলেন শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধাকে আমার দুর্দান্ত লাগে।
দিশা শুধুই বন্ধু, ভালো লাগে শ্রদ্ধাকে: টাইগার শ্রফ
অভিনেতা জানান, স্কুলে পড়াকালীন শ্রদ্ধাকে তার ভালো লাগতো। তবে ভয়ে তার কাছে যেতেন না। দূর থেকে দেখতেন।
তবে শ্রদ্ধা ও টাইগার একসঙ্গে ‘বাঘি’ সিনেমায় ছিলেন। এর আগে দিশার সঙ্গে ২০১৮ সালে ‘বাঘি ২’তে দেখা যায় টাইগারকে।
‘হিরো পান্তি’ সিনেমা দিয়ে পর্দায় আসেন টাইগার। তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী কৃতি স্যানন। এরপর থেকে একের পর এক হিট সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন টাইগার শ্রফ।