Home খেলা দুই ব্রাজিলিয়ানের গোলে শীর্ষস্থান শক্ত করল আর্সেনাল

দুই ব্রাজিলিয়ানের গোলে শীর্ষস্থান শক্ত করল আর্সেনাল

SHARE

প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। দুই ব্রাজিলিয়ানের গোলে টানা পঞ্চম জয় পায় আর্সেনাল। এতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করেছে আর্তেতার শিষ্যরা। একটি করে গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

বুধবার (৩১ আগস্ট) রাতে ম্যাচে প্রথম এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৩০ মিনিটে দলকে এগিয়ে নেন জেসুস। লিগে এটি তার তৃতীয় গোল। ৭৪ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ডগলাস লুইসের গোলে সমতায় ফিরে অ্যাস্টন ভিলা। লুইসের নেয়া কর্নার খানিকটা বেঁকে গিয়ে দূরের পোস্টে জালে জড়ায়। তবে ভিলার এই ম্যাচে ফেরার স্বস্তি টিকেনি দুই মিনিটও।

ম্যাচের ৭৭ মিনিটেই আর্সেনাল সমর্থকদের আনন্দে ভাসেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বুকায়ো সাকার তুলে দেওয়া বল বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। এই গোলেই জয় নিশ্চিত হয় গানার্সদের।