Home খেলা আফগানদের হারিয়ে যা বললেন শ্রীলঙ্কার অধিনায়ক

আফগানদের হারিয়ে যা বললেন শ্রীলঙ্কার অধিনায়ক

SHARE

চলমান এশিয়া কাপের প্রথম সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হারের প্রতিশোধ নিয়ে ফাইনালের পথে পা বাড়াল স্বাগতিকরা। আফগানিস্তানের দেয়া ১৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়নরা।

আফগানদের হারিয়ে লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা বলেন, ড্রেসিং রুমের আমার বিশ্বাস ছিল, এই ধরনের উইকেটে যেকোনো রান তাড়া করতে পারব। সেই বিশ্বাস আমাদের ছিল। রান তাড়া করতে গিয়ে আমরা সর্বদা উইকেট পর্যবেক্ষণ করি। আমাদের খেলায় ফেরার পরিকল্পনা ছিল। আফগানিস্তানের ভালো ব্যাটার আছে আমরা জানতাম। তবে আমাদের ছেলেরা পরিকল্পনা ভালোভাবেই বাস্তবায়ন করেছে। টসের সময় আমি বলেছিলাম, খেলায় জেতার জন্য পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। সেভাবে অগ্রসর হয়েই আমরা জিতেছি।

উল্লেখ্য, আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার কেউ হাফসেঞ্চুরিও করেননি। তবে ৪ জন ব্যাটার- কুশাল মেন্ডিস ৩৬, পাথুম নিসাঙ্কা ৩৫, দানুস্কা গুনাথিলাকা ৩৩ ও ভানুকা রাজাপাকসে ৩১ রান (৩০ রানের বেশি ) করে তোলেন।