Home আইন আদালত রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযানে গ্রেফতার ৪৭

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযানে গ্রেফতার ৪৭

SHARE

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (৪ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪৭৭৬টি ইয়াবা, ৬১০ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন ও এক কেজি ২৫৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।