Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

SHARE

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৫ হাজার ৮০ ইয়াবা, ৪১ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ২২ কেজি ৭৮০ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেনসিডিল ও ৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।