Home খেলা বেনজেমার ইনজুরির পরও ৩ গোলের বড় জয় রিয়ালের

বেনজেমার ইনজুরির পরও ৩ গোলের বড় জয় রিয়ালের

SHARE

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আগুন ঝরানো পারফরম্যান্স দেখিয়েছেন করিম বেনজেমা। নতুন মৌসুম ঘিরে লস ব্লাঙ্কোস স্ট্রাইকারের কাছে ভক্তদের প্রত্যাশার পারদ ছোঁটা স্বাভাবিক। কিন্তু প্রথমার্ধেই ধাক্কা খায় রিয়াল। হাঁটুর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন বেনজেমা।

প্রথমার্ধে ওই ধাক্কা সামলে উঠতে পারেনি রিয়াল। চ্যাম্পিয়নরা সেল্টিকের বিপক্ষে গোল শূন্য ৪৫ মিনিট পার করে। তবে দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র, লুকা মডরিচ ও বেঞ্চে সময় কাটানো এডেন হ্যাজার্ড ৩-০ গোলের বড় জয় এনে দিয়েছেন দলকে।

ম্যাচের ৫৬ মিনিটে রিয়াল মাদ্রিদকে প্রথম লিড এনে দেন তরুণ ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। ফারল্যান্ড মেন্ডির লম্বা করে বাড়ানো বল দৌড়ে ওয়ান টাচে জালে জড়িয়ে দেন ব্লাঙ্কোসদের সঙ্গে নতুন চুক্তি করা ভিনি।

চার মিনিট পরেই গোল ব্যবধান দ্বিগুন করেন রিয়ালের বুড়ো মিডফিল্ডার লুকা মডরিচ। তার অভিজ্ঞ পায়ের জোরালো শটে পরাস্ত হন সেল্টিক গোলরক্ষক। ম্যাচের ৭৭ মিনিটে গোল করেন হ্যাজার্ড। রিয়ালের রাইট ব্যাক কারভাহালের পাস ধরে জালে জড়িয়ে বেলজিয়াম তারকা বুঝিয়ে দেন চলতি মৌসুমে পুরোপুরি ফিট তিনি। সেরাটা দিতে প্রস্তুত।