Home জাতীয় ওএমএস চালু হওয়ায় চালের দাম কমেছে : খাদ্যমন্ত্রী

ওএমএস চালু হওয়ায় চালের দাম কমেছে : খাদ্যমন্ত্রী

SHARE

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ‘ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি চালু হওয়ায় এরই মধ্যে বাজারে চালের দাম ৫-৬ টাকা কমে গেছে। চালের দাম আরও কমবে।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে খাদ্য বান্ধব কর্মসূচি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। এ ছাড়া সপ্তাহে ৫ দিন এ কার্যক্রম চলবে। সারা দেশে ২ হাজার ৩৭০ ডিলারের মাধ্যমে ওএমএস চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে কৃষকেরা যেন আমন ধানের ন্যায্যমূল্য পায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আগে একজন ওএমএস ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার ২ টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সমাজে পিছিয়ে পড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা অগ্রাধিকার পাবেন। টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাসে দুই বার ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এক ব্যক্তি যাতে বারবার চাল কিনতে না পারেন সেটিও নিশ্চিত করা হচ্ছে।’

খাদ্য বান্ধব কর্মসূচি পরিদর্শন শেষে সাধন চন্দ্র মজুমদার পোরশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দেন।