Home খেলা ইউএস ওপেনে চ্যাম্পিয়ন ইগা সোয়াতেক

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন ইগা সোয়াতেক

SHARE

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টেনিস তারকা ইগা সোয়াতেক। প্রথমবারের মতো ইউএস ওপেন সিঙ্গল টাইটেল জিতলেন তিনি। ইউএস ওপেন এ বছর ইগার জেতা দ্বিতীয় গ্রান্ড স্লাম।

শনিবার আর্থার অ্যাশে স্টেডিয়ামে ৫ নম্বর বাছাই ওন্স জুবায়েইরকে ৬-২, ৭-৬ (৫) সেটে হারিয়েছেন ইগা সোয়াতেক। জয়ের পর তিনি বলেন, ‘ইউএস ওপেন জয়ের অনুভূতি এক বাক্যে বর্ণনা করা কঠিন হয়ে পড়েছে। তবে আমি আমাকে নিয়ে ভীষণ গর্বিত কারণ এটি সহজ ম্যাচ ছিল না। শুরুতে ভালো খেললেও আমি জানতাম ম্যাচ কঠিন হতে চলেছে। এটাও জানতাম ওন্স আমার ভুলের সদ্ব্যবহার করবে’।

এ মৌসুমে রোলা গারোঁতেও চ্যম্পিয়ন হয়েছিলেন ২১ বছর বয়সী এ পোলিশ সুপারস্টার। নারীদের টেনিসে একই মৌসুমে দুই গ্রান্ড স্লাম জয়ের রেকর্ডটি সর্বশেষ গড়েছিলেন অ্যাঞ্জেলিক কেরবের, ২০১৬ সালে। ওই বছর একই মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন তিনি।