Home আন্তর্জাতিক করোনায় মৃত্যু হাজারের নিচে, শনাক্ত সোয়া তিন লাখ

করোনায় মৃত্যু হাজারের নিচে, শনাক্ত সোয়া তিন লাখ

SHARE

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৪৫৮ জন।

করোনার শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত এ ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৬ হাজার ৮৮০ জনের। আর শনাক্ত হয়েছে ৬১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ২০৬ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে জাপান। শনাক্তের দিক দিয়ে এরপরই রয়েছে রাশিয়া।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের, এ সময়ে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ১৭ জন। দক্ষিণ কোরিয়ায় ৪৭ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ২৮ হাজার ২১৪ জন।