Home খেলা সাবিনারা চ্যাম্পিয়ন হবে, প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাবিনারা চ্যাম্পিয়ন হবে, প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর

SHARE

ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নারী ফুটবল দলের এ সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো, জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আমাদের মেয়েরা টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলছে। আশা করি, ফাইনালেও আমাদের মেয়েরা ভালো খেলেই চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করবে।’

আজ (শুক্রবার) সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ১৯ সেপ্টেম্বর।