Home জাতীয় শ্রীমঙ্গলে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ সমাপ্ত

শ্রীমঙ্গলে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ সমাপ্ত

SHARE

শ্রীমঙ্গলে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্লক ও বাটিক বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ আজ সোমবার বিকেলে শেষ হয়েছে।

আজ সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক উন্নয়ন কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার ও জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশীথ বরন রায়, প্রশিক্ষক নাসরিন সুলতানা মুমু প্রমুখ।

প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার ২৫ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।