Home রাজনীতি বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে জিয়া বিএনপি তৈরী করেছে : শাজাহান খান

বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে জিয়া বিএনপি তৈরী করেছে : শাজাহান খান

SHARE

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, জেনারেল জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদত দিয়েছেন। বিএনপি একটি খুনির দল। বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে জেনারেল জিয়া বিএনপি তৈরী করেছে। সেই বিএনপি’র কাছে দেশ নিরাপদ নয়।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার বা ক্ষমতার বাহিরে যে অবস্থায় থাকুক। তারা মুলত হত্যার রাজনীতি করে।

শাজাহান খান এমপি বলেন, বঙ্গবন্ধু আমাদের অর্থনীতি মুক্তি দিতে পারে নাই। শেখ হাসিনা আমাদের অর্থনীতিকে মুক্তি দিয়েছে। এ দেশের মানুষ শেখ হাসিনার বিকল্প কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় চিন্তা করেন না। বিদ্যুতের খুটি চোর তারেক জিয়া ও তার মা খালেদা জিয়ার ডাকে দেশের মানুষ সাড়া দিবে না।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শাজাহান খান এমপি।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি।

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা ডালিয়া, সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ।