Home বিনোদন জন্মদিনে এইচআইভি আক্রান্ত শিশুদের সঙ্গে অভিনেতা প্রসেনজিৎ

জন্মদিনে এইচআইভি আক্রান্ত শিশুদের সঙ্গে অভিনেতা প্রসেনজিৎ

SHARE

করোনা মহামারির জন্য গত দুই বছর ব্যতিক্রম হয়েছিল ঠিকই কিন্তু পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গেই ফের এইচআইভি আক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজের জন্মদিন পালন করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের আপনজন হোমে শিশুদের সঙ্গে পায়েস খেয়ে ও কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন তিনি।

এছাড়া এদিন নিজের হাতে এই হোমের শিশুদের দুপুরের খাবার পরিবেশন করেন প্রসেনজিৎ। পাশাপাশি হোমের শিশুরাও তাদের প্রিয় বুম্বাদাকে জন্মদিনের উপহার ও তুলে দেন।

বিগত বেশ কিছু বছর ধরেই নিজের জন্মদিন এই হোমের শিশুদের সঙ্গে পালন করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মাঝে করোনা মহামারির জন্য দুই বছর তিনি সশরীরে আসতে পারেননি। তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তিনি আবার এই হোমে উপস্থিত প্রসেনজিৎ। তিনি বলেন, এখানে আসতে পারে খুশি আমি। পাশাপাশি সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান ও ভালো বাংলা সিনেমা দেখার অনুরোধ করেন।