Home খেলা বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন

বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন

SHARE

হাতে আছে তিন সপ্তাহের বেশি সময়। এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এরই মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোর স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে। এখন নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। আস্তে আস্তে নিজেদের বিশ্বকাপ জার্সিও প্রকাশ করছে বিভিন্ন টিম।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে উন্মোচিত হয়েছে বাংলাদেশ দলের জার্সি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল পেজে লাল ও সবুজ রঙের মিশেলে বানানো এই জার্সি প্রকাশ করা হয়েছে।

এবার ভার্চুয়ালি জার্সি উন্মোচন করেছে বিসিবি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ক্রিকেট দলের জার্সি সবার সামনে প্রকাশ করে তারা।

এবারের জার্সির থিমে প্রাধান্য পেয়েছে ঐতিহ্যবাহী জামদানি, রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন। গাঢ় সবুজের সঙ্গে ব্যবহার করা হয়েছে টকটকে লাল রঙ। রয়েছে জলছাপ, আর বুকের বাম পাশে বিসিবি ও ডান পাশে বিশ্বকাপের লোগো। বুকের নিচে সাদা রঙে লেখা রয়েছে বাংলাদেশ।

এদিকে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল মিশন। তবে তার আগে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।