গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের আত্মার মাগফিরাত কমনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা জানানো শেষে মন্ত্রী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন।
এ সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ কালিয়াকৈর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।