Home জাতীয় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

SHARE

জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ জেলার অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২ থেকে ৩ ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার গণমাধ্যমে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেয়ায় দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এর কারণ উদঘাটনে দুইটি তদন্ত কমিটি করা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে গুরুত্বপূর্ণ স্থাপনায় আগে বিদ্যুৎ দেয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টায় কাজ করছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি জানিয়েছে, বেলা ২টায় গ্রিড বিপর্যয় ঘটে৷ পূর্বাঞ্চলীয় গ্রিডের সাথে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে৷ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লার বড় অংশে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুতকেন্দ্র চালু হয়েছে ৷ সীমিত এলাকায় সরবরাহ শুরু করা হয়েছে।

পিজিসিবির বলছে, যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ৷ রাতের মধ্যে পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে পারে৷