Home আইন আদালত উত্তরায় অবৈধ বারে ডিবি পুলিশের অভিযান

উত্তরায় অবৈধ বারে ডিবি পুলিশের অভিযান

SHARE

রাজধানীর উত্তরায় ‘কিংফিশার’ নামের একটি বারে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত বারটিতে অভিযান চালায় ডিবি।
ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রিজভী কোরাইশী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র বলেছে, অভিযানে দেখা গেছে, বারটিতে আসা অধিকাংশ ক্রেতার মদ্যপানের লাইসেন্স নেই। এ ছাড়া বারটিতে থাকা বিদেশি মদের আমদানির কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
ডিবি আরও জানায়, অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।