Home জাতীয় বিমানবন্দর সড়কে বাস উল্টে আহত ১২

বিমানবন্দর সড়কে বাস উল্টে আহত ১২

SHARE

রাজধানীর বিমানবন্দর সড়কের শেওড়া এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি বাস উল্টে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে শেওড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান।
তিনি বলেন, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী দু’টি বাস শেওড়া রেলগেট এলাকায় পৌঁছালে আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকে। এরমধ্যে বেপরোয়া গতির কারণে ও এক বাসের ধাক্কায় অন্যটি রাস্তায় উল্টে যায়।
তিনি বলেন, এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অনেকেই আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া কয়েকজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর নয়।