Home আন্তর্জাতিক বিশ্বজুড়ে করোনায় ১২শ’ মৃত্যু, পাঁচ লাখ শনাক্ত

বিশ্বজুড়ে করোনায় ১২শ’ মৃত্যু, পাঁচ লাখ শনাক্ত

SHARE

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৫২ জন। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৩৯১ জন।
আগের দিন মারা গেছেন এক হাজার ৩৪২ জন ও সংক্রমিত হন ৫ লাখ ৪১ হাজার ৩৬২ জন।
বুধবার (৫ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৫৫ লাখ ২৪ হাজার ৭৫৩ জনে।
আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫৭ হাজার ৬৫৬ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৫১ লাখ ৩ হাজার ২৪৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, জার্মানি, রাশিয়া, জাপান ও যুক্তরাজ্য।