Home আইন আদালত সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসের দুই শীর্ষ নেতা নিহত

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসের দুই শীর্ষ নেতা নিহত

SHARE

সিরিয়ায় বিমান হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চলে এ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
হামলায় নিহত দুই আইএস নেতা হলেন, আবু আলা ও আবু মুআদ আল-কাহতানি।
আবু আলা আইএসের শীর্ষ পাঁচ নেতার একজন। তিনি সিরিয়ায় আইএসের উপপ্রধান। অন্যদিকে আবু মুআদ আল-কাহতানি আইএসের কারাবিষয়ক কর্মকর্তা। খবর সিএনএন