Home অর্থ-বাণিজ্য প্রথমবারের মতো পুঁজিবাজারে সরকারি বন্ড লেনদেন

প্রথমবারের মতো পুঁজিবাজারে সরকারি বন্ড লেনদেন

SHARE

দেশের পুঁজিবাজারে মঙ্গলবার (১১ অক্টোবর) প্রথমবারের মতো সরকারি বন্ড লেনদেন হয়েছে। এক দিন আগেই সরকারি ২৫০টি বন্ডের পরীক্ষামূলক লেনদেন চালু করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ বছর মেয়াদী দুটি বন্ড লেনদেন হয়েছে। এর মধ্যে B15Y0736 বন্ডের ১০ হাজার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিটির দর ৭৯ টাকা ৯২ পয়সা। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। এই স্টক এক্সচেঞ্জে অপর বন্ডটি হলো TB5Y0125। এই বন্ডটি ১ হাজার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিটি বন্ডের দর ছিল ১০৫ টাকা ১৯ পয়সা। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ১৯০ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) TB5Y0125 বন্ডের ১ হাজার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিটি বন্ডের দর ছিল ১০৫ টাকা ১৯ পয়সা। লেনদেনের পরিমাণ ১ লাখ ৫ হাজার ১৯০ টাকা।