Home আন্তর্জাতিক লেবাননের সঙ্গে সমুদ্র চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইসরায়েল

লেবাননের সঙ্গে সমুদ্র চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইসরায়েল

SHARE

ইসরায়েল মঙ্গলবার বলেছে, মার্কিন খসড়া প্রস্তাবে ইসরায়েলি ‘দাবি’ পূরণ করার পর গ্যাস-সমৃদ্ধ ভূমধ্যসাগরীয় সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সীমান্ত বিরোধ সমাধানের জন্য লেবাননের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ চুক্তির কাছাকাছি পৌঁছেছে।
ইসরায়েল মার্কিন দূত আমোস হোচস্টেইন কর্তৃক প্রণীত একটি প্রাথমিক খসড়াকে স্বাগত জানিয়েছিল যার লক্ষ্য অফশোর ক্ষেত্রগুলির উপর প্রতিদ্বন্ধী দাবি নিষ্পত্তি করে উভয় দেশের জন্য গ্যাস উৎপাদন উন্মুক্ত করা হবে।
কিন্তু ইসরায়েল গত সপ্তাহে বলেছিল, তারা হোচস্টাইনের খসড়াতে লেবাননের দাবি পরিবর্তন প্রত্যাখ্যান করতে চায়।
সাম্প্রতিক দিনগুলোয় আলোচনা অব্যাহত ছিল এবং ইসরায়েল বলেছে, হোচস্টেইনের সর্বশেষ প্রস্তাবটি একটি চুক্তিকে নাগালের মধ্যে নিয়ে এসেছে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আলোচনার প্রধান আলোচক ইয়াল হুলাতা এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সব দাবি পূরণ করা হয়েছে, আমরা যে পরিবর্তনগুলো চেয়েছিলাম তা সংশোধন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষা করেছি এবং একটি ঐতিহাসিক চুক্তির পথে রয়েছি।’
লেবানন ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তাদের স্থল সীমান্ত জাতিসংঘ বাহিনী দ্বারা টহল দেওয়া হয়। দুই পক্ষ প্রযুক্তিগতভাবে এখনও যুদ্ধে রয়েছে।
উভয় দেশ ২০২০ সালে সমুদ্রসীমা নিয়ে আলোচনা আবারও শুরু করলে আলোচনায় বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।