Home বিনোদন অনুরাগীদের জন্য পাঁচতারা হোটেলে রুম বুক করলেন শাহরুখ!

অনুরাগীদের জন্য পাঁচতারা হোটেলে রুম বুক করলেন শাহরুখ!

SHARE

একেই বলে বাদশার মতো হৃদয়। অনুরাগীরা শুধু দেখা করতে চেয়েছিলেন কিন্তু শাহরুখের কাণ্ড দেখুন, অনুরাগীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তাদের নামে পাঁচতারা হোটেলের রুম বুক করলেন শাহরুখ। তারপর শুটিং শেষে সোজা হাজির হোটেলে দেখা করতে!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। শাহরুখের চেন্নাই ফ্যানক্লাবের অন্যতম সদস্য সুধীর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেদিন থেকে জেনেছি শাহরুখ চেন্নাইয়ে সিনেমার শুটিং করছেন, সেদিন থেকে দেখা করার পরিকল্পনা করছিলাম। সেই জন্যই শাহরুখের ম্যানেজার পূজা দদলানিকে ফোন করি। পূজা শাহরুখের সঙ্গে কথা বলেন। তারপর পূজা আমাকে জানান, ফ্যানক্লাবের ২০ জনের সঙ্গে শাহরুখ দেখা করবেন। সঙ্গে তিনি জানান, চেন্নাইয়ের একটা পাঁচতারা হোটেলে আমাদের জন্য রুম বুক করা হয়েছে। শুটিংয়ের পর শাহরুখ স্যার এসেছিলেন। অনেকটা সময় কাটিয়েছেন আমাদের সঙ্গে। শাহরুখের এরকম আপ্যায়ন সত্যিই অবাক করেছে। আমরা আপ্লুত।
প্রসঙ্গত, ২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মাসখানেক আগে আবারও ছবির শুটিংয়ে যোগ দেন শাহরুখ। তিনি ছাড়াও ছবিতে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তারকা রয়েছেন। তাঁদের আতিথেয়তায় বেজায় মুগ্ধ কিং খান। সেই কারণেই শুটিং শেষ হওয়ার পর গত শুক্রবার রাতে টুইটারে লেখেন, “তিরিশটা দিন দারুণ কেটেছে। সেটে থালাইভা (সম্ভবত রজনীকান্ত) এসেছিলেনৃ নয়নতারার সঙ্গে সিনেমা দেখেছি, অনিরুদ্ধ রবিচান্দেরের (সংগীত পরিচালক) সঙ্গে পার্টি করেছি, বিজয় সেতুপতির সঙ্গে গভীর আলোচনা সেরেছিৃ অভিনেতা বিজয় আমায় দারুণ খাবার খাইয়েছেন। অ্যাটলি আর প্রিয়াকে এই আতিথেয়তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমায় চিকেন ৬৫ রান্না করা শিখতে হবে।
খবর সংবাদ প্রতিদিন