কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১৯৭৬ সালে বঙ্গবন্ধু কৃষি পদক প্রদান শুরু করেন। আমরা সে ধারা অব্যাহত রেখেছি। জিয়া এরশাদ খালেদা সরকারের লক্ষ্য ছিলে বিদেশি সরকারের কাছে হাত পাতা। কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এটা সরকারের নীতির মধ্যে পড়ে যে আমরা কি হাত পেতে চলবে, নাকি নিজের পায়ে চলব।’
বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানস্থলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীংয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়ার সময়ে অনেক বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন, আপনার তো কিছু নেই, আপনি কিভাবে দেশ গড়বেন? জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে। আমি তাদের দিয়ে দেশ গড়ে তুলব।’ কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদানের জন্য এবার দেশের ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।