Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

SHARE

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ রবিবার (১৬ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।
আটকের সময় তাদের হেফাজত থেকে ২৩৯৬ পিস ইয়াবা, ১২ কেজি ১২০ গ্রাম ১২০ পুরিয়া গাঁজা, ৪৩ গ্রাম ১০৯ পুরিয়া হেরোইন ও ৫০টি ইনজেকশন উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে।