বলিউডের মান রেখেছে ব্রক্ষ্মাস্ত্র সিনেমাটি। এরইমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৪৩০ কোটি টাকা আয় করে নিয়েছে এই ছবি। একের পর এক ফ্লপ ছবির পর ‘ব্রক্ষ্মাস্ত্র’ -এর এই সাফল্যে আশার প্রদীপ জেগেছে বলিউডে।
দর্শকরাও বেশ আগ্রহী হয়ে উঠেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন এই ছবি নিয়ে। তবে সবাই হলে গিয়ে ছবিটি উপভোগ করতে পারেননি। তাদের কথা ভেবে ছবিটি এবার ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হচ্ছে।
এর আগে শোনা গিয়েছিল ২৩ অক্টোবর থেকে ওটিটি মাধ্যম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি দেওয়া হবে ছবিটি। তবে সিদ্ধান্তে বদল আনা হয়েছে। আগামী ৪ নভেম্বর রাত ১২ টা থেকে ওটিটিতে দেখা যাবে এই ছবি।
৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘ব্রক্ষ্মাস্ত্র’। এতে শিব চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তার সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া ভাট। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় প্রমুখ।