Home জাতীয় আজ থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা

আজ থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা

SHARE

দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রায় প্রতিদিনই রেকর্ড পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, মারাও যাচ্ছেন অনেকে। এমতাবস্থায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে কয়েকগুণে।
পরিস্থিতি সামাল দিতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে আজ রোববার থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
আহমেদুল কবীর বলেন, ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা শুরু হচ্ছে। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য ৪টি ইউনিট চালু করা হয়েছে। যেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার সরেজমিনে সেখানে যাব।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অন্য সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার পরই ভর্তি হয়েছেন ৪ জন রোগী। ডেঙ্গু রোগীদের জন্য সাধারণ ওয়ার্ডে ৬০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষের জন্য ৩৮টি ও নারীদের ২২টি। এ ছাড়া থাকছে ১৭টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। চাহিদা অনুযায়ী আরও বাড়ানো হবে। চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এদিন সরকারি হিসেবে আওতাভূক্ত হাসপাতালগুলোতে ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে এ বছর ডেঙ্গুর রোগীর সংখ্যা ৩০ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে।
নতুন করে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যুর খবর দিল সরকার।
ডেঙ্গু নিয়ন্ত্রণ এ বছর দুটি জরিপ চালানো হয়েছে। পাশাপাশি চলছে অভিযানও। সর্বশেষ গত ১৮ অক্টোবর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের এডিস মশার অধিক প্রকোপ এলাকাগুলোতে আরেক দফা অভিযান শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।