Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

SHARE

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে এক ইঞ্জিনবিশিষ্ট বিমান একটি বাড়ির গ্যারেজের ওপর বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় বিমানের আরোহী সবাই মারা গেছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টার আগে ঘটনাটি ঘটে কিনে শহরের কিন ডিলান্ট-হপকিন্স বিমানবন্দরের কাছেই। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সিএনএনকে জানিয়েছে।
শহরের মেয়র জর্জ হ্যানসেল বলেন, ‘বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।’
কিনে শহরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে থাকা ২ জন ব্যক্তি মারা গেছেন।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
যে বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে আটজন থাকতেন। দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। তবে সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তবে শনিবার এক সংবাদ সম্মেলনে মেয়র জানিয়েছেন, আপাতত বসবাসের অনুপযুক্ত হওয়ায় বাড়িটিতে থাকতে পারবেন না আট বাসিন্দা। রেড ক্রস তাদের সহায়তা করছে।
এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত তদারকি করবে এবং আপডেট প্রকাশ করবে।