Home আন্তর্জাতিক ঋষি সুনাক প্রধানমন্ত্রী হতেই পদত্যাগ করলেন ৯ মন্ত্রী

ঋষি সুনাক প্রধানমন্ত্রী হতেই পদত্যাগ করলেন ৯ মন্ত্রী

SHARE

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক দায়িত্ব নেওয়ার পর পরই পদত্যাগ করেছেন মন্ত্রিসভার ৯ সদস্য। তারা সবাই লিজ ট্রাসের সময় মন্ত্রিত্ব পেয়েছিলেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ঋষি। এর কয়েক ঘণ্টা পরই একে একে পদত্যাগ করতে শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সবার প্রথম পদত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ। এর কিছুক্ষণের মধ্যেই আইন ও বিচারমন্ত্রী ব্র্যান্ডন লুইসের পদত্যাগ করার ঘোষণা আসে। এরপর একে একে পদত্যাগ করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী কিট মলথাউস, লেভেলিং আপ মন্ত্রী সিমন ক্লার্ক, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনে, জুনিয়র মন্ত্রী ভিকি ফর্ড এবং কল স্মিথ। সবশেষে অলোক শর্মা মন্ত্রিত্ব ছাড়েন।
তাছাড়া চিপ হুইপের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ওয়েন্ডে মর্টেন। এমনকি টোরি পার্টির চেয়ারম্যান জ্যাক ব্যারিও পদত্যাগ করেন।
এখন যেসব মন্ত্রীরা পদত্যাগ করেছেন তাদের জায়গায় নতুনদের নিয়োগ দেবেন ঋষি সুনাক।
প্রসঙ্গত, মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিজ ট্রাস। তবে মাত্র ৪৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। এরপর নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন দেশটির সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক।