Home জাতীয় ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন স্থগিত

ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন স্থগিত

SHARE

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ৪ নভেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় (শিক্ষা শাখা) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার শাহনাজ সুলতানা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন- ২০২২ এর সব কার্যক্রম স্থগিত করা হলো।
জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক ভোটার তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে দাবি করে নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সিনিয়র সহকারী তানিয়া শর্মী নির্বাচনে স্থিতি অবস্থা জারি করেন।