Home খেলা আর্সেনালের জয়রথ থামল পিএসভি

আর্সেনালের জয়রথ থামল পিএসভি

SHARE

ইউরোপা লিগের প্রথম লেগের ম্যাচে নেদারল্যান্ডসের ক্লাব আইন্দহোভেন পিএসভিকে ১-০ গোলে হারিয়েছিলো আর্সেনাল। তবে বৃহস্পতিবার রাতে ফিরতি লেগের ম্যাচে নিজেদের মাঠে পেয়ে আর্সেনালের বিপক্ষে প্রতিশোধ নিয়ে নিলো ডাচ ক্লাবটি।
বৃহস্পতিবার রাতে গ্রুপ ‘এ’-এর পঞ্চম ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে পিএসভি। পাশপাশি এই জয়ে দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত করল তারা। অন্যদিকে এ হারের মধ্যদিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থামলো আর্সেনালের। সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছিল গানাররা।
বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে পরের রাউন্ড নিশ্চিত হওয়ায় চিন্তামুক্ত হয়েই মাঠে নেমেছিল আর্সেনাল। শুরু থেকে পিএসভির বিপক্ষে আর্সেনালের আক্রমণের ধারটাও ছিল প্রখর। তবে এবার আর পিএসভি শিবিরে গোল করতে পারেনি মার্টিনেলি-এনকিটিয়ারা। বল দখলে অনেক এগিয়ে থাকলেও ডি-বক্সের ভেতরে গিয়ে ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারছিল না গানাররা।
বিরতির আগে ম্যাচের ৪৪ মিনিটে পিএসভির খেলোয়াড় জাভি সিমন্স গোল করেন। তবে তা ভিএআরের সাহায্যে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটেই জালের দেখা পায় স্বাগতিকরা। ডি ইয়ংয়ের পাস ডি বক্সের ভেতরে পেয়ে যায় ভেরমান। সেই পাস পেয়ে গোল করতে ভুল করেননি ডেনিশ এই মিডফিল্ডার।
৬৩ মিনিটে আবারও আর্সেনালের জালে বল পাঠায় পিএসভি। এবার স্কোরার ডি ইয়ং নিজেই। গাকপোর কর্নার হেড করে গোল করেন সাবেক বার্সা এই স্ট্রাইকার। এরপর বেশকিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোন দল। ফলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।