Home জাতীয় দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না : দীপু মনি

দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না : দীপু মনি

SHARE

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এই বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে তা অব্যাহত থাকবে। যত অপচেষ্টা চলুক কাউকে শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না।
আজ বিকেলে রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দীপু মনি আরও বলেন, আজকে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে এক বিস্ময়কর বিস্ময় তৈরি করেছে। আজ বৈশ্বিক যে পরিস্থিতি, যেখানে একটি অতিমারি কাটিয়ে ওঠার দু’বছর আগেই একটি যুদ্ধের ফলশ্রুতিতে আজ সারা বিশ্বের মানুষ পর্যুদস্ত, সেখানে বিশ্বের সাথে তুলনা করলে আমরা দেখতো পাবো, আমরা অনেক স্বস্তিতে আছি।
তিনি আরও বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করে করেছে, লক্ষ্য লক্ষ্য মানুষকে হত্যা করেছে, তারা এখন মানবাধিকারের কথা বলে মায়াকান্না করে।
সবাইকে সাথে নিয়ে এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি।
এর আগে দুপুর সোয়া ২টায় সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ-এ পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে জেলার নেতা-কর্মীদের মধ্যে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।