Home খেলা ফিলিপসের দুর্দান্ত সেঞ্চুরি

ফিলিপসের দুর্দান্ত সেঞ্চুরি

SHARE

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মধ্যে থেকে দারুণ শতক তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।
শুরুতেই ফিন অ্যালেন, ডেভন কনওয়ে দুই ওপেনারকে হারানোর পর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও ফেরেন মাত্র ৮ রানে।
তেমন বিপর্যস্ত নগরীতে দাঁড়িয়েই রক্তগোলাপ ফোটালেন গ্লেন ফিলিপস। তিনি ৬৪ বলে ১০৪ রান করে ফেরেন সাজঘরে। ১০ চার ও ৪ ছক্কায় এই ইনিংস সাজান ফিলিপস। তার ব্যাটে ভর করেই ১৬৭ রানের লড়াকু পুঁজি পায় কিউইরা।