Home খেলা আইরিশদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড

আইরিশদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড

SHARE

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে ৩৫ রানে হেরেছে আয়ারল্যান্ড। শুক্রবার (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের দেয়া ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করে আইরিশরা। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের দেয়া ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন পল স্টার্লিং ও বালবির্নি। দুইজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৬৮ রান পায় আয়ারল্যান্ড। দুই ওপেনারের বিদায়ের পর বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ১৫০ রানেই থেমে যায় আইরিশদের ইনিংস।
আয়ারল্যান্ডের পক্ষে স্টার্লিং ২৭ বলে ৩৭, বালবির্নি ২৫ বলে ৩০ ও ডকরেল ১৫ বলে ২৩ রান করেন। নিউজিল্যান্ডের ফার্গুসন ২২ রানে নেন তিন উইকেট। এছাড়া দুইটি করে উইকেট লাভ করেন টিম সাউদি, ইশ সৌধি ও স্যান্টনার।