Home আন্তর্জাতিক আইসিসির আর্থিক কমিটির প্রধান হচ্ছেন ভারতীয় জয় শাহ

আইসিসির আর্থিক কমিটির প্রধান হচ্ছেন ভারতীয় জয় শাহ

SHARE

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আর্থিক কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে বিসিসিআই সচিব জয় শাহ। সবকিছু ঠিক থাকলে ভারতের সাবেক বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হবেন তিনি।
আইসিসির অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি হলো আর্থিক কমিটি। লেনদেন সংক্রান্ত কাজকর্ম দেখা এই কমিটিতে দীর্ঘদিন কোনো ভারতীয় ছিল না। আইসিসির বিদায়ী কমিটিতে আর্থিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। ভারতের কাছে সুযোগ রয়েছে দেশটির বোর্ড সচিবকে সরাসরি আর্থিক কমিটির শীর্ষপদে বসানোর।
জানা গেছে, আইসিসির আসন্ন সাধারণ সভায় বিসিসিআইয়ের প্রতিনিধি হবেন জয় শাহ। যদিও ওই বৈঠকের সময় উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি রজার বিনিও। তবে এক্ষেত্রে বিনির চেয়ে জয় শাহর প্ললাই বেশি ভারী। বিনিকে টপকিয়ে যদি জয় শাহ আইসিসির বৈঠকে উপস্থিত হয় তাহলে বোর্ডের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যে তিনি সেটিও প্রমাণ হয়ে যাবে।