Home খেলা আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ কোহলি

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ কোহলি

SHARE

অবশেষে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার পেলেন বিরাট কোহলি। অক্টোবর মাসে মাত্র ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আইসিসির মাস সেরা পুরস্কার জিতেন ভারতের সাবেক এই অধিনায়ক।
ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে প্লেয়ার অব দ্য মান্থ জিতেন কোহলি। তার আগে ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও শ্রেয়াস আইয়ার এ পুরস্কার পান।
আইসিসির মাস সেরা পুরস্কার জিততে কোহলি পেছনে ফেলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে।
নারী ক্রিকেটারদের মধ্যে দুই ভারতীয় তারকাকে টেক্কা দিয়ে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন পাকিস্তানের অলরাউন্ডার নিদা দার।
অক্টোবর মাসে বিরাট কোহলি মোটে ৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে অপরাজিত ৪৯, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮২, নেদারল্যান্ডসের বিপক্ষে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফেরেন ১২ রানে। চার ম্যাচে ১৫০.৭৩ স্ট্রাইক-রেটে ২০৫ রান করেন কোহলি।