Home খেলা ফ্রান্স থেকে আর্জেন্টিনা দলে কখন যোগ দেবেন মেসি

ফ্রান্স থেকে আর্জেন্টিনা দলে কখন যোগ দেবেন মেসি

SHARE

বিশ্বকাপ মিশন শুরু করতে প্রস্তুত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো। প্রস্তুত আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনাও। ইতোমধ্যে দেশ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে তাবু ফেলেছে তারা। সেখানেই সারবে সবশেষ প্রস্তুতি।
এরই মধ্যে আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্যসহ বেশ কয়েকজন ফুটবলারও আরব আমিরাতে পৌঁছে গেছেন। তবে দলটির প্রাণভোমরা লিওনেল মেসি এখনও থেকে গিয়েছিলেন ফ্রান্সে।

রোববার (১৩ নভেম্বর) রাতে ফ্রেঞ্চ লিগ আঁ–তে অসেরের মুখোমুখি হয় পিএসজি। ওই ম্যাচ খেলতেই প্যারিসে অবস্থান করেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ–বিরতির আগে এটিই ক্লাব ফুটবলে তার শেষ ম্যাচ ছিল।
মেসির দলের সঙ্গে যোগদান সম্পর্কে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, পিএসজির ম্যাচ শেষ করে সংযুক্ত আরব আমিরাতে রওনা দেয়ার কথা মেসির।
এদিকে সোমবার (১৪ নভেম্বর) আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনও করবেন। বুধবার একই মাঠে আরব আমিরাতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ অভিযানে নামার আগে এটিই আর্জেন্টাইনদের শেষ প্রস্তুতি ম্যাচ।