‘থাগস অব হিন্দুস্থান’র ব্যর্থতার পর লম্বা বিরতি। এরপর ‘লাল সিং চাড্ডা’ দিয়ে এ বছর বড় পর্দায় ফিরেছিলেন। সেই ছবিও প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি। বছরের শেষ দিকে এসে এবার আমির খান দিয়েছেন অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা। সম্প্রতি একটি অনুষ্ঠানে অচেনারূপে হাজির হন আমির। তার চুল-দাঁড়ি-গোঁফ সবই ছিল সাদা। সেখানেই আমির বলেছেন, আপাতত আর অভিনয়ে দেখা যাবে না তাকে। এ সময়টা পরিবার, মা ও সন্তানদের সঙ্গে কাটাতে চান।
আমির বলেছেন, ‘যখন অভিনেতা হিসেবে একের পর এক ছবি করছিলাম, নিজের কাজের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম জীবনে আর কোনো ঘটনাই আমার নজরে পড়েনি। লাল সিং চাড্ডার পর চ্যাম্পিয়ন নামের একটি ছবি করার কথা ছিল। অসাধারণ একটি চিত্রনাট্য, গল্পটাও দারুণ, এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি ছবি। কিন্তু আমার মনে হয়েছে আমার এই মুহূর্তে ছুটি চাই, পরিবার, মা ও সন্তানদের সঙ্গে থাকতে চাই।’
আমির আরও বলেছেন, ‘আমি ৩৫ বছর ধরে কাজই করে যাচ্ছে, সব মনোযোগই ছিল কাজে। এতে আমার কাছের মানুষরা বঞ্চিত হয়েছে। এখন আমার মনে হয়েছে কিছু সময় বিরতি নিতে হবে যাতে তাদের সঙ্গে কাটাতে পারি এবং জীবনটা ভিন্ন ভাবে উপভোগ করতে পারি। আমি সামনের বছর, দেড় বছর অভিনেতা হিসেবে কাজ করব না।’