Home আন্তর্জাতিক বিশ্বকাপের জন্য ১ মাস যুদ্ধবিরতির আহ্বান ফিফা’র

বিশ্বকাপের জন্য ১ মাস যুদ্ধবিরতির আহ্বান ফিফা’র

SHARE

কাতার বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। আর মাত্র ছয়দিন পরেই অর্থাৎ ২১ তারিখে উন্মোচিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার আসর। এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক মাসের জন্য ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এই আহ্বান জানিয়েছেন খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, আজ ইন্দোনেশিয়ার বালিতে বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ এর সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে দুপুরের খাবারে যাওয়ার আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস ব্যাচ ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সবার সামনে নিয়ে আসেন। এ সময় বিশ্ব নেতাদের উদ্দেশে করে বক্তব্য দেন তারা দুজন।
বক্তব্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ফুটবল বিশ্বকাপের জন্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক মাসের যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, ‘ফুটবল শুধু একটি খেলা নয়, এটি অনেক বেশি কিছু। এর ব্যাপক সামাজিক প্রভাব রয়েছে। ’
তিনি আরও বলেন, ‘ফুটবল বিশ্বকে একত্রিত করে। মানুষকে শান্তিতে একত্রিত করার একটি উপলক্ষ বিশ্বকাপ। আমরা যে অশান্ত সময়ে বাস করি সেই সময়ে প্রয়োজনীয় কিছু উপভোগ করার উপলক্ষ এটি। ’