ইসরায়েল বলছে, ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলার মৃত্যুর বিষয়ে তারা বাইরের কোনো তদন্তে সহযোগিতা করবে না।
প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র ভুল করছে। গত মে মাসে অধিকৃত পশ্চিম তীরে একটি অভিযান কভার করার সময় শিরিন আবু আকলাকে মাথায় গুলি করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, তিনি ইসরায়েলি সৈন্যদের হাতে গুলিবিদ্ধ হন এবং একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এ রকম সম্ভাবনা খুব বেশি যে তাদের কোনো একজন সৈন্য তাকে হত্যা করেছে।
সোমবার, মার্কিন মিডিয়া আউটলেট অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন বিচার বিভাগ ইসরায়েলের বিচার মন্ত্রণালয়কে জানিয়েছে যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) আবু আকলার মৃত্যুর তদন্ত শুরু করেছে।
পরে গ্যান্টজ বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ‘পেশাদার, স্বাধীন তদন্ত’ পরিচালনা করেছে যার ফলাফল মার্কিন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আবু আকলা আরব বিশ্বের সাংবাদিকতায় অন্যতম পরিচিত মুখ।
গত ১১ মে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান কভার করার সময় নিহত হন। সেখানে তখন ইসরায়েলি সৈন্য এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে বন্দুক যুদ্ধ চলছিল। হত্যার সময় তার মাথায় ছিল একটি হেলমেট এবং পরনে ছিল নীল রঙের একটি ফ্ল্যাক জ্যাকেট যাতে ‘প্রেস’ লেখা ছিল।
প্রত্যক্ষদর্শী এবং ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন যে তিনি ইসরায়েলি সৈন্যদের হাতেই গুলিবিদ্ধ হন।
জাতিসংঘ ও মিডিয়া আউটলেটগুলোর একাধিক তদন্ত থেকেও একই ফলাফল পাওয়া যায়। যুক্তরাষ্ট্র সরকারের একটি পর্যালোচনায় আরও দেখা গেছে যে ইসরায়েলি সেনারাই তার দিকে প্রাণঘাতী বুলেটটি ছুড়েছিল।
এরপর সেপ্টেম্বর মাসে আইডিএফের একজন কর্মকর্তা বলেছিলেন, শিরিন আবু আকলা ‘ভুলবশত একজন আইডিএফ সৈন্যের হাতে গুলিবিদ্ধ হয়েছেন, এবং ওই সৈন্য তাকে একজন সাংবাদিক হিসেবে চিহ্নিত করতে পারেনি’ এমন সম্ভাবনা খুব বেশি।
তবে ওই কর্মকর্তা উল্লেখ করেন, ‘সৈন্যরা যে লড়াইয়ের পরিবেশের মধ্যে ছিল আমি তার ওপর জোর দিতে চাই। তারা একটি সুরক্ষিত যানের ভেতরে ছিল যার ওপর বিভিন্ন দিকে থেকে গুলিবর্ষণ করা হচ্ছিল।’
আবু আকলাকে গুলি করার মুহূর্তের যে ভিডিও পাওয়া গেছে, সেখানে সাংবাদিক ও জনতার ভিড় যেদিকে ছিল, সেদিকে জঙ্গিদের গুলি চালানোর প্রমান পাওয়া যায় না।
ইসরায়েলি সৈন্যরা ২০০ মিটার দূরে ছিল বলে মনে করা হয়, এবং ভিডিও ফুটেজে যেখানে সাংবাদিকরা হাঁটছিলেন তার দিকে কয়েক মিনিট ধরে গুলি চলতে দেখা যায়।
শিরিন আবু আকলা জেরুজালেমে জন্মগ্রহণ করেন। কিন্তু পরে কিছু সময় তিনি যুক্তরাষ্ট্রে কাটান এবং মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন।
তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত কভার করে, বিশেষত আল-জাজিরার আরবি নিউজ চ্যানেলের জন্য।
খবর বিবিসি