Home খেলা ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

SHARE

কাতার বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ইনজুরির হানা আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপের দোরগোড়ায় এসে এবার ছিটকে গেলেন দলটির তারকা ফুটবলার নিকোলাস গঞ্জালেস। গঞ্জালেসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অ্যাঞ্জেল করেয়া। করেয়ার অন্তর্ভুক্তি ও গঞ্জালেসের ছিটকে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা।
ইনজুরির শঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচে মাঠে নামানো হয়নি গঞ্জালেসকে। তবে শেষ রক্ষা হয়নি তার। কাতারে পৌঁছে প্রথম দিনের অনুশীলনেই চোট পান গঞ্জালেস।
শুধু গঞ্জালেসই নন, ইনজুরিতে পড়েছেন সবশেষ ম্যাচে গোলের দেখা পাওয়া হোয়াকিন কোররেয়া। হোয়াকিনের বদলে দলে সুযোগ মিলেছে তিয়াগো আলমাদারের। তিয়াগো আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেছেন মোটে একটি ম্যাচে।
আর্জেন্টিনার মার্কুস আকুনারেরও রয়েছে চোট সমস্যা। এছাড়া পুরোপুরি সেরে ওঠেননি দিবালাও। ফলে, আর্জেন্টিনা দলে আরও পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু নেই।
আসন্ন বিশ্বকাপে মঙ্গলবার (২২ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো ও ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে লড়বে মেসিরা।