সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আজ সচিবালয়ে বিদায় সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো।
এ সময় জাপান সরকারের সহায়তায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।