বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর গত ৬ নভেম্বর কন্যাসন্তানের মা-বাবা হন। সংসারে নতুন অতিথির আগমনের দুই সপ্তাহেরও বেশি সময় পরে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর থেকে জানা যায়, রণবীর-আলিয়া তাদের একমাত্র কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন।
এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে নাম প্রকাশ করেন আলিয়া। ছবিতে দেখা যায়, রণবীরের কোলে কন্যাসন্তান। আর পাশেই দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন তারকা মা আলিয়া।
তারকা দম্পতির মেয়ের নাম রাখা হয়েছে ‘রাহা’। নামটি রেখেছেন বলি নায়ক রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুর। নাম প্রকাশের সঙ্গে নামের অর্থও প্রকাশ করেছেন তারা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনেই এসব তুলে ধরেছেন আলিয়া।
নায়িকা জানিয়েছেন, সোহাহিলি ভাষায় ‘রাহা’ শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে বংশ। আবার বাংলায় এর অর্থ স্বস্তি, আরবিতে শান্তি। অর্থাৎ, রাহা মানে আনন্দ, স্বাধীনতা।