Home বিনোদন চারুলতা সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রাজ

চারুলতা সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রাজ

SHARE

ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ কে এইচ রাজ। শোবিজে নিজেকে মেলে ধরার নিরন্তর চেষ্টা করছেন এই অভিনেতা। গত শনিবার (২৬ নভেম্বর) রাতে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই রাজ। সঙ্গী প্রোডাকশনসের প্রযোজনায় এই অভিনেতার নতুন সিনেমা ‘চারুলতা ’। এটি পরিচালনা করবেন রাইসুল ইসলাম অনিক।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধের বিষয়টি নিশ্চিত করে কে এইচ রাজ বলেন, সিনেমাটির গল্প সামাজিক মূল্যবোধ এবং শিশু নির্যাতনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠেছে।

রাজ আরও বলেন, আমি বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই, মীর সাব্বির এবং আর জে নীরবের প্রতি। কারণ তাদের নির্দেশনা এবং সাপোর্ট আমাকে সামনের দিকে পথচলতে সাহস জোগাচ্ছে সবসময়। সবাই আমার জন্য এবং চারুলতা টিমের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, সম্প্রতি মীর সাব্বিরের পরিচালনায় ‘রেমিট্যান্স যোদ্ধা’ নামের ডকু ফিলেম্ অভিনয় করেছেন রাজ। এছাড়াও বেশ কিছু নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।